এই বুঝি তুমি এলে
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১২-০৫-২০২৪

এই বুঝি তুমি এলে
-----------------------------------------------
..... ওগো আমার অনর্গল ভালবাসার
বাম পাজরের হৃদয় অস্থিতে ঘঠিত
আমার নার্ভ ও প্রাণ প্রিয়
জিবন সংসারের লক্ষী।
তুমি কোথায় আছো, কেমন আছো
বড্ড জানতে চাই ভাবনার রাজ্যে
আমার অস্তিত্বে গঠিত আবেগী ঝড়া মন,
উৎসারণে ধূসর বেবিলণে তোমার সন্ধানে
যাত্রা আমার করিয়া তীব্র আয়োজন।
এক মুঠো মেঘ ছেয়ে স্বপ্নমাখা দিন
তোমার ভুবনে হবে আমার মিতালী
অবিরামে শোধ ঋণ।
চাওয়া পাওয়ার চাহিদায়
তবু কাটছে যে দিন
তোমার অপেক্ষায় ওগো আমার নববধূ।
ফাগুনের অবসানে তুমি বিনা আমি
অকাল যদি ও জানি,
তোমার সুরে জিবনের সঙ্গীত
বাজাই মনের বীণা খানি।
তুমি বেনীর কেশে, এলে হেসে নববধূ
জমবে প্রেমের আসর,
সেদিন সাজনা তলায় সজ্জিত হবে
পুষ্প মালার বাসর।
বরষা দিনে বাদল ঝড়িয়ে মোর আঙ্গিনায়।
বুঝি তুমি এলে গো বধূ,
পুলকিত ইশারায় এ মন পাবে এক
প্রেম যমুনার মধু।
আজও জানালার ফাঁকে থাকিয়ে থাকে চোখ
নববধূ এই বুঝি তুমি এলে?
....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।