রণসঙ্গীত বাজবে কি
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১১-০৫-২০২৪

রণসঙ্গীত বাজবে কি
---------------------------------------------
* পৃথিবীরূপের হিংস, অনল, প্রেমের গীত
হৃদয়ের ঝড়া বিচ্ছেদ চাইবো কি,
এক জিবনে সুখ চেয়েছি নিত্য ধ্যানে
সুপ্ত ভাঁজে তাহা পাইবো কি?
ধূসর ঢেউয়ে খুঁজবো আমি প্রেম
বাদল দিনে খুঁজবো কি,
পৃথিবীতে আপন বলে নিত্য দিনে কেউ আমাকে
দুর্মর রহস্যে বুঝবে কি?
উদাসী চোখে রমণী অঝোর ধারায় ধরণী
পুষ্পকলি ফুটাবে কি,
কষ্টমেঘে হলাম মেঘ বার্তা অশ্রু জলে
রমণীর প্রেম কপোলে জুটবে কি?
সবুজ মাঠে পুকুর ঘাটে গহীন বর্ষণে আজ
অবেলাতে ভিজবো কি,
পূবালী বাতাসে অম্বরে ভাসিল মেঘ
আহ্লাদে মন নাচবে কি?
শয্যা কণ্ঠে নৃত্য ছন্দ থৈ থৈ
রণসঙ্গীত বাজবে কি,
আজ ত্যাগের মহিমায় সুখ পেয়েছি
তবু দুঃখ অঢেল ঘুচবে কি?
. ...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।