আটক হয়ে আছি
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১১-০৫-২০২৪

আটক হয়ে আছি
--------------------------------------------
* হারিয়ে যাওয়া মস্তিষ্কের দৃশ্যপটে
কেবলি স্মৃতির পাতায় আজও
আমি আটক হয়ে আছি ,
ভাগ্যপরীক্ষায় ফের বলে কিছু সর্কীণ
সুবিশাল গর্ত আছে
সেই গর্তে আমি আটক আছি?
এমতাবস্থায় আছি প্রায় এক যুগ ধরেই
আছি সফলতার রাজ্যে উদ্ভাসিত
কালো অন্ধকার হয়ে।
আজও সময় বয়ে যায় পৃথিবীর বুকে
অন্তহীন ইচ্ছার চাকা হয়ে
স্বল্পতায় নিঃস্তব্ধতা গিলে খাই আমাকে
দুখের বেলাতে সীমাহীন।
আমি উদ্যত কখনই আপোষ করেনি নীতি
ভালবাসার সাপেক্ষে শয়তানি পক্ষে
গড়ি নাই অশ্লীলতার প্রেম প্রীতি।
যখন ভালবাসার পূজারী ছিলেম আমি
অঞ্জলি দিয়েছি বালিকা তোমাকে।
আর শর্তহীন সখ্যতা বালিকার চোখে
ভালবাসার ঘরে ডাকলেন আমাকে,
আয় কাছে আয় শুভ্রতার সুঘ্রাণ নিয়ে যা
পরিপুষ্ট প্রেমিক হয়ে।
আমি ও এসেছিলাম বালিকার সম্মুখে
একাকী নিরবে নির্বীত্তে সংগোপনে।
সেই দিনের কিছু স্মৃতির দৃশ্যপটে
আজও আমি আটক আছি,
বালিকার সৌখিন প্রেমে দু চোখ তুলে
প্রেমের আশ্রম গড়ে।
...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।