চাঁদের অপচয়
- মাকসুদ মেহেদী ১৩-০৫-২০২৪

অপচয় হোক চাঁদের,
এবেলার জলখাবারে;
নিশ্চিত পরাজয়ে নিশ্চিহ্ন,
তবে, দূষণীয় কোন কারনে???
একান্নটি ম্যাচ কাঠিতে,
শ্মশান জ্বলে ছাই;
মৃত্যু কতকের,
কারে কখন পোড়াই!!!
ছাইয়ে_তে ঢাকা, মিছে চাকা,
স্রোতবন্ধ চাঁদের কতদিন???
তৃপ্তির ঘোঙ্গানী পরিস্কার,
আসছে শুভদিন, মনটা হঠাৎ মনহীন।।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-১০-২০১৭ ০২:৪৪ মিঃ

মনোমুগ্ধকর প্রকাশ

kobita-alpona
৩০-১০-২০১৭ ১৬:৪৮ মিঃ

দারুন প্রকাশ,, ♥♥♥

kobita-alpona
৩০-১০-২০১৭ ১৬:৪৮ মিঃ

দারুন প্রকাশ,, ♥♥♥