ক্রুশগল্পের কথামালা ।। দ্বীপ সরকার
- দ্বীপ সরকার ০৮-০৫-২০২৪

ক্রুশগল্পের কথামালা
------------------------------------

আমিও অন্তত এরকমই চাই
বোধের যন্ত্রণা থেকেই শুরু হোক থিউরিক্যাল অভিযান....


অরুন্ধতীর গলার নিচে যখন দেখেছিলাম
নেকড়ে তাবিজ, হাঁটুর নিচে তার অসুখবৃদ্ধির চিহ্ন;
শিশুবোধ পাহাড় ডিঙ্গিয়ে যেতে পারেনি দূরের পথ।

হিউমিনিটিজ প্রশ্নে টিকটিকির কান্নাকেও মনে হয় যুদ্ধ প্রস্ততির নোটিশঃ

নাফ নদীর স্বাক্ষীমাছ গুলো যুদ্ধ নোটিশের দৃশ্যমান প্রজা;

প্রশ্নটা থেকেই যায়...
নোবেল বিজয়ীও মানবতার ভুল খোলস পড়ে,

অবাক ধর্মের আস্তিনে হিংসাবিড়ালের পালক, হিংসাবিড়ালটি ক্রমাগত উজার করে দিচ্ছে ক্রুশগল্পের কথামালা।


আমরাও সাদামাটা ইঁদুর - গর্তের ভেতর থেকে নিভৃত অশ্বারোহী।

লেখাঃ ২৩/১১/১৭ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।