আহ্বান
- আর, এস, রায়হান মজুমদার ১৩-০৫-২০২৪

তুমি আজ বন্ধু যাবে আমার সাথে।
সাথী হবে চাঁদের খেয়া, ঐ দূর জোছনা।
এমনি ভরা জোছনায় পায়ে পায়ে,
তুমি অাজ বন্ধু যাবে আমার সাথে।
জোনাকির স্নিগ্ধ আলোয় পাড়ি দিব,
দূর অজানায়।


যেখানে থাকবেনা কোলাহল যানজট,
যেখানে থাকবেনা ইট পাথারের ইমারত।
থাকবে পায়ে পায়ে তোমার নূপুরের নিক্কন ধ্বনির জোছনা ভরা রাত।
যেখানে থাকবে তোমার চুলের গন্ধ ভরা নির্মল বায়ু,
থাকবে প্রকৃতি সবটুকু রং মিশিয়ে আঁকা
তোমার হাসিমাখা ছবি।
ওগো বন্ধু তুমি যাবে সেথায়?


যেখানে থাকবে মাঠের পর মাঠ, সবুজের সমাহার,
থাকবে গাছের ছায়াতল মেঠো পথে পাখিদের কলকাকলি।
তপ্ত দুপুরে বুনো হাওয়ায় ভেসে অাসবে ক্লান্ত রাখালের অপূর্ব বাঁশির সুর,
সেথায় হারাবো দুজন,
যাবো দূর বহুদূর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobitapagolkobir
০৬-০৪-২০১৮ ২১:৩২ মিঃ

দারুণ