প্রতিবাদ পুষি
- 0 ১২-০৫-২০২৪

সারি সারি ভিড়ের বুক
চিড়ে দেয় অর্কেস্ট্রার সুর
ভেসে আসা বাতাস কেঁদে ফেলে
শুন,
আমার আত্মা অজ্ঞান ছাদে
বিধ্বস্ত মানবজাতি, সাবধান !
হাতুড়ি ত্রিশূল তন্নতন্ন
ভগবান ও কাঁদুন চিল্লে চিল্লে
শিকলবানী ভাঙবে আমারই
একার
নীরবে কোনোদিন
চিড়ে ফেলব আপনার বুক
আপনিই শত্রু
আপনিই দোষী
আপনার জন্যই প্রতিবাদ পুষি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।