মায়াবতী
- অবিরুদ্ধ মাহমুদ ১২-০৫-২০২৪

************************
স্বপ্নের আরালে তুমি কোন মায়াবতী!
আমাকে সর্বজ্ঞ ভেবে শুধুই ভাবাও,
স্নিগ্ধ চোখে চাঁদের মত শুধুই তাকাও,
প্রভাত শিশুর শুভ্র হাসিতে হাস রহস্য হাসি।
রাতের ঘুমন্ত অবসরে তুমি আস-মায়াবতী!
বল, কোন নিরাপদ বলয়ে তোমার অবকাশ?

আজ কালের যাত্রায় চলে গেছে কত শত দিন
এখনো রাতের শেষে ঘুমন্ত নিঃসঙ্গতায়
তুমি এসে বাজাও তোমার বীণ,
শোধ কর শত জন্মের প্রেমের ঋণ।
মায়াবতী! তোমার অশরীরী রহস্য কেন?
কোথায় তোমার ওষ্ঠ, চিবুক, পবিত্র পাহাড় –
কৃষ্ণ অরণ্য আর রহস্য সুরঙ্গ কোথায় তোমার –
পোশাকী ফ্রেমের ভীতর সক্ষম মানবী কোথায় তুমি?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।