স্মৃতির আড়ালে
- অবিরুদ্ধ মাহমুদ ১১-০৫-২০২৪

*********************
*********************
মানুষ সব কিছুই ভুলে যায় দ্রুত,
অতীব চেনা আপন মুখ গুলি।
যাদের ছাড়া চলত না এক দিন ও
অথচ সেই আপন মুখ গুলই যে-
আছতে আছতে হয়ে যায় স্মৃতি।
তারপর একদিন স্মৃতির পাতার অন্তরালে-
ডাকা পরে যায় ভাঙ্গা এক টুকরোর মত..।

ভুলে যাওয়া যে অতি স্বাভাবিক
যেমন আমাকে ভুলে গেছ তুমি।
ভুলেই গেছ তোমার আমার অতি উচ্ছল-
হাসি খুশি মাখা সেই সব দিন গুলি;
ভুলে গেছ, সেই পথ, সেই গাছ তলা,
পুকুর ঘাট, বৃষ্টিতে ভেজা, আম কুড়ানো,
লুকোচুরি খেলা আর পুতুল খেলার ছলে-
আমি হইতাম বর আর তুমি সাজতে বৌ।

জানি সব আজ হয়ে গেছে অতীত, পুরোনো,
হারিয়ে যাওয়া এক বিচ্ছিন্ন ভাস্কর মাত্র।
তবুও এ মনে মাঝে মাঝে বাসা বুনে
স্মৃতির পাখিরা এসে নিরলে নিভৃতে।
তাই তো একা একা হারিয়ে যাই অতীতের মাঝে
যেখানে তোমার আর আমার সব…
স্মৃতির ছিন্ন পাখির আড়ালে
প্রদীপের আলো রই মত নিভি নিভি জ্বলে
যা আর দেখি না আমি
হয়তো দেখ না তুমিও দুচোখ মেলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।