মায়ের ভালোবাসা
- অবিরুদ্ধ মাহমুদ ১২-০৫-২০২৪

মাগো- এখন আমি অনেক বড়,
তোমায় ছাড়া চলতে পারি।
মাগো- এখন আমি সব শিখেছি,
সব কথাই বলতে পারি।

মাগো- এখন আমি সব চিনেছি,
কোনটি চাঁদ আর কোনটি তারা।
মাগো- এখন আমি সব বুঝেছি,
সমুদ্রে যায় নদীর ধারা।

মাগো- এখন আমি সব জেনেছি,
আকাশ কেন নীল এতো যে।
মাগো- এখন আমি সব দেখেছি,
মেঘ কেন জমে আকাশ মাঝে।

মাগো- জানিনা শুধু কেমন করে
দিতে তুমি বারে বারে
গালে দুই খানা চুমু খেয়ে
হাজারো প্রশ্নের জবাব।

মাগো- ধরায় দেখি তোমার তুল্য
হয় না কিছু আর অমূল্য
আর কিছুতে হয় না পূরণ
মাগো তোমার অভাব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।