ইশ্বর কিংবা মরিচিকা
- শামিম ইশতিয়াক ১৩-০৫-২০২৪

সে, আকাশের বুকে ঈশ্বর খুঁজে,
তিতকুটে পাপ জমা দেহে, মৃত চোখে
দিশেহারা হয়ে ইশ্বর খুজে।

যখন লাটিম ঘুরে কিংবা আরশোলা পাখা মেলে
আলো আধারের সঙ্গমে,
সে ইশ্বর খুজে, সস্তা মোমবাতির আলোতে ইশ্বর খুজে।

সে জানেনা স্তব্ধ রজনীতে কতজন নিজেকে জবাই করে, শূন্যে চেয়ে ব্যাস্ত আরাধনা,
নিজেকে সঁপে দেয় অদৃশ্য ইশ্বর পানে।

সে জানেনা কতজন রংচঙয়ে ব্যাস্ত ধরনী ভুলে,
নোনা জলে ভিজিয়ে গাল,
ঠোটে নাড়াচাড়ায় ইশ্বর হাকে,
সব ভুলে, কেবলি তৃষ্ণা উদ্যানের।

ইশ্বর মসৃণ, প্রাণে প্রাণে ইশ্বরের বাস,
সে খুজে, তারাও খুজে,
তারা বন্ধ চোখে ইশ্বর দেখে, নত করে শীর,
সে দুষ্ট টোপ গিলে, ইশ্বর দেখে মরিচিকা ভেবে।

শামিম ইশতিয়াক
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।