জালিমের মৃত্যু
- শাহীনূর মুস্তাফিজ(বিপ্লবী কবি) ১১-০৫-২০২৪

রাস্তায় পড়ে আছে জালিমের লাশ
যে মনে করত সব তার দাস।
আজ জনতার মনে প্রশান্তি
দূর হলো সব অরাজক অশান্তি।
সাবধান হও অত্যাচারী
গরীবের বুকে মারো লাথি
মৃত্যুর পরে থাকবেনা কোনো সাথী।
ধ্বংস করছ সোনার বাংলা নৈরাজ্য দিয়ে
একদিন তরে ধরবে জেঁকে জাহান্নামে নিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

1013
৩১-০১-২০২০ ১৯:৪২ মিঃ

সবাইকে অসংখ্যা ধন্যবাদ