# আঁধােরর তলে নির্জন সময় #
- দ্বীপ সরকার

আঁধারের তলে নির্জন সময়
অপেক্ষা করে
অপেক্ষা করে তোর ঘৃনাপুঞ্জিত ক্ষোভ,
জানি, তোর খুবই ব্যক্তিগত আকাশ;
অখচ, সেও পারেনি লুকাতে অন্ধকারে।
আজও সেই নিরীহ সময় পরতে পরতে সরে যাচ্ছে
তারকাবেলার আহবানে-শুধু তুই নেই বলে।
অবজ্ঞা করে বিতারিত এই আমি
আঁধার ঘেঁসে বসে এখনো গুনি বিচ্ছেদের আকুতি।

সোনা চান! এসো এসো
তোকে ভুলে কি আর পৃথিবীহীন হতে পারি!
সন্ধ্যার মর্ম বুঝে এক্ষুনি গুছে নে নির্জন হাত।
বাহু তলে গেঁথে যাবো হয়তো সমস্ত অভিমান গিলে -
ভালোবেসে আর একবার নির্জন হতে চাই
সিঙ্গেল সময়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৮-২০১৪ ০৯:১১ মিঃ

Valo likachen