সম্পর্কটা এখন বীভৎস
- মুহাম্মদ সাখাওয়াৎ আলম চৌধুরী ১২-০৫-২০২৪

""সম্পর্কটা এখন বীভৎস ""

নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা 
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে থাকে।
একদা উজ্জ্বল শুভ্র কাশফুল গুলো
কেন জানি তোমার ইশারায় নিষ্প্রভ।
সাঁঝের আলোয় তোমার কামুকী রূপ
আজ আর ধরা দেয় না নিঃসঙ্গ কামনায়।
তোমার আমার সম্পর্কের অস্তিত্বটা
এখন বিষাক্ত ফরমালিনের করুন ছোঁয়ায় জীবিত।
যা প্রতিনিয়ত ইচ্ছের বিরুদ্ধে বয়ে চলছে ;
আমার অস্তিত্বে যেখানে তোমার শ্বাস ছিলো,
যেখানে আজ অবিশ্বাসের কীটেরা
তোমায় প্রতিনিয়ত দিচ্ছে মরণ কামড়।
তাই মৃতপ্রায় এই সম্পর্কের বীভৎস রূপ
দেখার চেয়ে এসো দুজনে মিলে মুক্ত
বাতাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।

16/7/14

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।