# পোক্ত করে নেই নিজেকে #
- দ্বীপ সরকার - কানাডা থেকে ' বেঙ্গলি টাইমস,অনলাইন পত্রিকায় প্রকাশি ১৭/৮/১৪

বড় বেশি পোক্ত করে নেই নিজেকে
সহজে ভেঙ্গে যাই কাঁচের মতোন....

প্রলেপ ভেঙ্গে বিচুর্ন হতে দেখি বিদর্ভ মেঘ;
অথবা বাতাসে বাতাসে লেজ গুটে চলে
ভেঙ্গে যাওয়ার ভয়ে মমতাময়ী চিল,
আমিও তো অনবরত ভেঙ্গে যাই বেকুবের মতোন -
বিচ্ছেদ বুঝিনা তাই
বড় বেশি পোক্ত করে নেই নিজেকে
সহজে ভেঙ্গে যাই কাঁচের মতোন।

সাবধান হতে হতে মঙ্গল গ্রহ ভেঙ্গে পড়ে কিনা
পৃথিবীর পরে,তখন আয়োজন করে প্রযুক্তির
গাম আটা রচিবে ভালোবাসার সদগোদ।
নিজস্ব শরীর কেমন ক্ষীন সর্বস্ব,
মন কাদামাটি জঞ্জাল,
তাই বড় বেশি পোক্ত করে নেই নিজেকে
সহজে ভেঙ্গে যাই কাঁচের মতোন।

তোর চাহনীতে নাকি ভষ্ম হয় ডাহুক মন
স্পর্শ পেলে নাগরিক শহর
পুড়ে যায় লজ্জায় -মানুষে মানুষে
তোর নাকি অংকিত ঠোঁট আছে-
ভারতবর্ষের অবহেলা তোর ঠোঁটে ধর্ষিত হয় ;
তুই তবে ভেঙ্গে দিস অমানবিক অহম -সহম।
তাই বড় বেশি পোক্ত করে নেই নিজেকে
সহজে ভেঙ্গে যাই কাঁচের মতোন।
লেখাঃ ১৩/৮/১৪ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।