# নষ্ট ঘেঁসা কাব্য বলো #
- দ্বীপ সরকার - সামহোয়্যার, ব্লগে প্রকাশিত
এই আমি
অতঃপর তুমি
তারপর নির্জন ভূমি
ভেঙ্গে লজ্জা ও পাগলামি
ঈষৎ ঈষৎ নষ্টামি
আদর ও চুমি
নেকামি?
না
আর না
দেখবে তো ললনা
সন্ধাদের উৎসুক বিড়ম্বনা
চুপিসারে এসোনা!
নাকি ছলনা।
জানিনা ।
চলো
কি যে হলো
নষ্ট ঘেঁসা কাব্য বলো
নজরুলের গান অথবা সলো
জীবন এখানেই ভুলো
স্মৃতি টলোমলো
পাবোলো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।