# নিজেকে পিনাক -৬ ভেবো #
- দ্বীপ সরকার
নিজেকে পিনাক -৬ ভেবো
যে অনায়াসে ট্রাজেডি খেলতে খেলতে
কেঁদে উঠলো মাঝপথে -পদ্মার গন্তব্যে।
ধরো, আমরা নদী পথের যাত্রী
মাঝ পথে আটকে গেছে পৃথিবী
পৃথিবীর বৃত্তালয়ে ইয়া নাফসি বলে
নদী খুঁড়ে চলে গেলো পিনাক -৬
কেউ বোঝেনি মৃত্যুর ভাগ্য নদীর শরীরে আঁকবে নিদাঘ।
মানুষ কখনো বোঝেনা বিবেকের ফজিলত
এঁকে চলে অযথা দায়িত্ব বোধের পিরামিড
অথবা সঙ্কিত নদীবোধ।
যত পারো লঞ্চে ওঠো
যে শুধু ভাসাবে ক্রন্দন...
কারন,জীবনের লেনদেন নদীই ভালো বোঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।