# মানুষ খোঁজো মানুষের মধ্য #
- দ্বীপ সরকার
এক ঝলক চিন্তা
এক চিলতে প্রেম
মনন্তর হয়ে ধ্রুবতারা সদ্য
জন্মই এনেছে পালিত পাপ
বিড়ম্বনা আর অভিশাপ
সেটাই বোঝে আমার পদ্য।
ক্ষীন বুদ্ধি ঈশ্বর খোঁজে
নরক নহর চিনিয়াছে তাওয়াফ
মানুষ বোঝেনা গদ্য।
সম্মিলিত সুখ দুঃখ
পরাভব জেনে কাতর -
মানুষ খোঁজো মানুষের মধ্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।