ভিক্ষুকদের দিনরাত্রি
- গোলাম কিবরিয়া সৌখিন - কবিতায় একাল সেকাল ১৩-০৫-২০২৪

আগন্তুক মোরা এতো কিসের বাহার?
রঙে -ঢঙে যাচ্ছে সময় গন্তব্য তার বিহার।
চালচুলো নাই, ঘরবাড়ি নাই।
ভিক্ষা মোর রুটি-রুজির একমাত্র উপায়।

জলযান, স্থলযান, রাজপথ আর নদি ঘাট মোদের কর্মস্থল!
মসজিদ, মন্দির আর মনুষ্যের ভাবাবেগে মোরা কর্মময়।

সকালে খালিপেটে, রাস্তা মাপি।
সন্ধ্যায় ভরপেটে, ঘুমের রাজ্যের ডুবুরি।
স্বপ্নলোকে রানীর সাজে খুঁজে ফিরি মোর ঘরনি।
ভোর হলেই বুঝি; ভিক্ষা মোদের রুটিরুজির কেবলমাত্র পুঁজি।

(ভিক্ষুকদের নিত্যদিন)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

GulamKibria
০৮-০৬-২০২০ ২১:৩৫ মিঃ

ভালোবাসা অশেষ প্রিয় কবি।

murslin
০৮-০৬-২০২০ ২১:২৪ মিঃ

ভালো লিখেছেন