দ্বায়
- শাহনেওয়াজ আলম শাহিন - সাদা কালো নীল ১১-০৫-২০২৪

সবাইকে ঠিক বোঝানোর দায় নেই ,
নদী নিজের খাতেই বয়ে চলে অবিরত ;
জোনাকিরা আলো জ্বেলে দেয় কিছু না ভেবেই ,
ফুলেরা যেমন আনমনে গন্ধ বিলায় ,
পদ্মকলি ফুল হয়ে পূর্ণতা পায় প্রেয়সীর চরণকমলে ,
বাঘেরা ক্ষুধার দায়ে হয়ে ওঠে মানুষখেকো ,
আমি জীবনের দায়ে লিখে চলেছি এক মহাসাগর ,
কিভাবে যে রাতদিন যায় বুঝিনি কো ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।