চোখ ও শ্রাবণধারা ।। দ্বীপ সরকার
- দ্বীপ সরকার

চোখ ও শ্রাবণধারা



চোখের জল কি কখনও যায় মাপা?
চোখের ভেতর অনেক গভীর,একটু একটু ফাঁপা
গভীর থেকে আরও গভীর-প্রাচীন মহাসাগর
কাঁদতে গিয়ে ভেসে ওঠে প্রাচীন একটি পাথর
সেই পাথরটায় লেখা আছে কষ্ট আর বেদনা
একটি প্রেমের গল্প এটা-অনেকেই ঠিক চেননা

নাম ঠিকানা লেখা আছে,আছে চোখটা আঁকা
আমার ভেতর মহাশূন্য-আমার ভেতর ফাঁকা
চোখে আমার ঘন কুয়াশা,বোশেখজুরে বৃষ্টি
চোখে আমার শ্রাবণধারা,এটাই হচ্ছে কৃষ্টি
মেঘ সিথানের পায়ের কাছে পড়ে আছে ফুল
সেই ফুলটার গন্ধ আছে, আছে অনেক ভুল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।