# ঠোঁট বন্দি প্রেম #
- দ্বীপ সরকার - সামহোয়্যার ব্লগে প্রকাশিত

আমি শুধু একটি ঠোঁটের অপেক্ষায় থাকি
যুগপত এক ঠোঁটের উর্বরতা পাঠ করি

উষ্ণতা জড়িয়ে কতিপয় স্বর্গ লিপিস্টিকের সঙ্গ
খেলে গেলো সুখদ কামভাব,
ঈদের চিকন চাঁদ চন্ডিদাসী হয়ে গেলো বড্ড লজ্জায়,
আমার শক্ত ঠোঁট আজও কোন এক ঠোঁটের
অপেক্ষায় থাকে....
রসমুঞ্জুরির কি স্বাদ কিংবা আচার চাটনি
পরতে পরতে গলে যায় আমার কাব্যের শরীর

সন্ধ্যা নেমে আসে। প্রলম্বিত সে ঠোঁট দির্ঘায়িত
হতে হতে কিঞ্চিত ঈষৎ হলো
তোমায় আমায় শিক্ত হলো চুম্বনের ধ্বনি,

সেই এক রক্তিম ঠোঁট
-বালু চর পুড়ে পুড়ে
তুমি আমি ক্রমাগত বালুকাময় হয়ে যাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।