জিরো পয়েন্টে আছি
- দ্বীপ সরকার - অল টাইম নিউজে প্রকাশিত

চঞ্চলতা ফিরিয়ে দাও,
স্তনের পাশে আছড়ে পড়ুক জিমনেসিয়াম হাত;
রাজ্যের ঘুম গড়িয়ে যাক খিড়কি দিয়ে,
চক্ষু দিয়ে,
তলপেট চিরে ঘুম গুলো জাগ্রত হোক রোম্যান্সে।

তুমি আমি জিরো পয়েন্টে আছি
নষ্টালজির কাছাকাছি....

বিধৌত করে দাও নোনতা আকাশ
গা ঝেরে উঠুক মাথার ওপর ;
নিকট বর্তী সূর্য ঘামছে!
চলো শুকনো হয়ে উঠি এই সুযোগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।