আমি প্রেমিক হতে চাই!
- শোভন সরকার ১২-০৫-২০২৪

বৈশাখের পড়ন্ত বিকেলে কৃষ্ণচূড়ার তলে তোমার হাতটি ধরে মুক্ত বাতায়নে বসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই।আমি দেখতে চাই মায়াবতীর মায়াবী ঐ চোখ, হারিয়ে যেতে চাই তোমার ঐ কাজল কালো দুটি চোখের তারায়।
আমি যে চাই সন্ধ্যা জুড়ে নিয়ন আলোর এই শহরে পাশাপাশি বসে রিকসা করে ঘুরতে।রিক্সা থামবে গিয়ে নদীর পাড়ে।তুমি আমি নদীর পাড়ে একটা বেঞ্চে গিয়ে বসবো, পূর্ণিমা ভরা সন্ধ্যায় চাঁদের আলোয় দেখবো তোমায়।
কানে ভেসে আসবে ঢেউয়ের মিষ্টি সুর।
এই আমি যে প্রেমিক হতে চাই!
আমি জেনে শুনে হারিয়ে যেতে চাই পরিচিত এক ঠিকানায়।যেথায় হাসি হেসে কেউ নামটি ধরে ডাকবে।বুকের মাঝে মাথা গুজে ভালোবাসায় মুখ লুকাবে।যার নিঃশ্বাসে হাজার বছর বাঁচতে চাইবে মন।একটু হাসিতে একটু খুশিতে
বেঁচে থাকার শত আয়োজন।
সত্যি বলছি, আমি যে প্রেমিক হতে চাই!
খুঁজে ফিরি নুপুরের রিনিঝিনি সুর,
কাটিয়ে দেবো আগামীর সকাল, সন্ধ্যে, দুপুর।
খোঁপায় গেঁথে দেবো তাজা তাজা বেলী,
ইচ্ছে করছে প্রেমিক হয়ে প্রেমের খেলা খেলি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।