ভোর ফোটে ঠোঁটে ঠোঁটে
- দ্বীপ সরকার - অল টাইম নিউজে প্রকাশিত
অধর ছুঁয়ে পুরুষালি হাত
ভোর খোঁজে বালিশে বালিশে-
আরক্তিম ঠোঁটে নেচে ওঠে সেই ভোর,
জলজ হাওয়ায় পারদ চৃষে যে দিন দিন
বড় হয়ে উঠলো -সেই ভোর ফোটে
বালিশে বালিশে,ঠোঁটে ঠোঁটে;
কারে বিশ্বাস করা যায়?
এও ভালো
বেচারি শিশির লাজুক ঢের,
কেঁপে ওঠে শিশিরের শব্দে ধান ক্ষেত
আর মৃতপ্রায় নদী ভিজে ওঠে শিশিরে
শিশিরে। এক ঝাঁক রোম্যান্স কাঁপে ;
সে বুঝেই ওঠেনি কবে থেকে
নাচ শিখলো গাঢ় ভোর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।