তুই রাতের শহর হ
- দ্বীপ সরকার - বন্ধু ব্লগে

দেখি ভুরি ভুরি রাত পাড় হয়ে যাচ্ছে
খিড়কির পাশে
দেউলিয়া হচ্ছে হাজার বছরের রাত-
গোলা ভরা তাবৎ রাত নিমিষে ফুরিয়ে যাচ্ছে
ভিখিরির আস্তিনে;
গোপনে স্বপ্নেরা খলবল করে খেলছে
শোষিত চোখে, রাত থেকে রাতে।

মৃতপ্রায় চোখে উপচে পড়ছে স্বপ্ন,
রাতগুলো দুলছে প্রিয়ার এলোকেশে
পূর্নাঙ্গ স্বাধিকারে।
বুনো চুল ক্রমে ক্রমে আস্তাকুরে যাচ্ছে
অন্ধকার ছেনেছেনে।

আমাকে এক আঁজলা রাত দাও,
আমি তোমাকে অজস্র ভোর দেবো,
যে ভোরে শিশিরেরা ঝুলে আছে
মসজিদের মিনারে।

এই তো আর একটু রাত-
আপ্রান গলে যাবার আগে
প্রেমকে বলি তুই রাতের শহর হ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।