আমার পোয়াতি কলম
- দ্বীপ সরকার

আমার পোয়াতি কলম
আজ একটিবারও প্রসব করলোনা কিছু।

সব দিনই কোন এক সময়ে
প্রসব বেদনায় ফেটে পড়তো
যোনি হতে বর্ণমালার ঘ্রান;
করুন চিৎকারে কলমের ঠোঁট
ঠুকরে মরতো কাগজের দেহে ;
আগলে ধরে চিকন পথ
বেরিয়ে আসে চিকচিকে ভবিষ্যৎ আর
প্রজন্মের অক্ষরমালার ঝুরি।

এভাবে প্রতিদিন বিয়োতো
আমার পোয়াতি কলম
প্রথম প্রহরে,মধ্যাহ্নে,অথবা
মধ্যরাতে ঘুম থেকে জেগে।

আজ তার বিশ্রাম কাটাবার দিন
আগামীকাল পূনরায় প্রসব করলেও
করতে পারে...
আমার কলম
আমার কবিতার ঘরে
সিক্রেটলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।