আমি আমাকেই খুঁজি
- দ্বীপ সরকার

আমি মাঝে মধ্যে হারিয়ে যাই
হারিয়ে ফেলি নিজেকে নিজের ভেতরেই।

তোর ভেতরে যে নৈঃশব্দের উলুবন আছে
তোর ভেতরে যে বাতিশহর আলোকিত
করে রেখেছে গোপন অমাবস্যার
তাতে হারিয়ে যাই নিরন্তর
ক,টা দিন হারিয়ে ফেরি করে বেচি ভালোবাসা।

তোর লীলাবতি ঠোঁট,বিন্দাস মন
সংসারি চোখ এবং রাশি রাশি মেঘ স্বপ্ন
গোলক ধাঁধায় বুঁদ হয়ে থাকি কিছু সময় তাতে
খুঁজে ফিরি নিজের নিজেকে নিজস্ব ছায়া।
গোপন ভোর প্রকাশিত হতে না হতে
তোতে ডুবে থাকে আমার আমি
উদ্ভিদের ন্যয় গজিয়ে উঠি পরের জীবনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।