আমার জানলার সকাল
- দ্বীপ সরকার

ঘুম থেকে জেগে দু চোখ মেলে দেখি
অামার জানলায় দুলছে বাস্তব সকাল
দুলছে ধবল সুর্য জানলার ফাঁকে
বাঁশ পাতার ফাঁকে চোরা রোদ এসে নাচে,
আর পুরনো শলোক কাঁপে পর্দার সাথে
অচেনা সকাল ঘুঙুর সরালে
আমার সবুজ চোখ আড়মোড়া দিয়ে
জেগে ওঠে চার পাশ।

আমার জানলার সকাল যেনো
প্রিয়ার ধূসরিত ঠোঁটে
প্রত্যহ উদিত হওয়া দিবসের ভ্রুণ,
বিস্তর এক নবজাতক ভ্রুণের আলগা সকাল
আমার জানলায় গড়ে তোলে সংসার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।