শিরোনামহীন অনুভূতিমালা--২
- রফিক হাসান ১৩-০৫-২০২৪

মিথুন মূর্তির নিচে জমাট অাঁধার,
ফণা তুলে বসে আছে বিষাদের রঙ---
হাওয়ায় ওড়ার আগে থাক্ আরো কিছুদিন
শূন্যমঞ্চে এভাবেই বাতাসের ঢঙ।

থাক্ মগ্ন আঙুল নীল নিশীথের
নগ্ন বুকের 'পরে
টুকরো আলোর চিত্রলতা হৃদয়হরণ,
ইচ্ছেগুলি ছিন্নবসন, গন্ধমাতাল উত্তুঙ্গের ঝড়ে।

ফিরে যেতে যেতে হে আমার ফেরার পিপাসা
চোখ ততুলে দেখো অতিক্রান্ত দিনের ললাট,
মন আগুনে বন পুড়ে রে, হাওয়া ঘুরে---
জানলা খুলে দাঁড়িয়ে থাকে চৈত্রদিনের মাঠ।

হে রাত্রি, শোনো বাসনা-ব্যাকুল হে আলিঙ্গনের গান
আশ্লেষে আরক্ত তিথি, উষ্ণ বাহুমূল
শিয়রে সফেন সমুদ্রের ডানা, তরঙ্গ-সঙ্কুল
মঞ্জুরিত পত্রছায়ায় দেখো পুস্পের প্রয়াণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।