মৃত্যুর পথ তেমন দুরে নেই আর
- দ্বীপ সরকার
শেষ সময় চলে গ্যাছে সেই কবে
ভুল চাহনির ফাঁকে একদিন
আমিও এতোদিন পৌঁছে গেছি
বহুদুর,বিরহ দুরত্বে
মৃত্যুর পথ তেমন দুরে নেই আর
ইচ্ছে হলে এখনো নামাতে পারো মৃত্যুর কুয়োতে
যার তলায় কেবল ধুপ ধুঁয়োর ঢেউ।
এখন আমি জয় পরাজয়, বিশ্বাস
অবিশ্বাসের ঘুর্ণিপাকে উড়ছি
চারপাশে অজস্র মাইলেজ সুনসান ফাঁকা, ধুধু
সমস্ত ভুলো পথে একা আমি
ছিন্ন বিচ্ছিন্ন হতাশার ফেনা আছড়ে ফেলছে
চুপচাপ লবনাক্ত জলে
লবনাক্ত কষ্টগুলো খার করে ফেলছে
আমার দু চোখের সমুদ্র ভান্ডার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।