দুই নম্বর রেল গেটে আছি
- দ্বীপ সরকার

মাথার ওপরে ছাতাটিও নেই...

পিপাসার্ত দুপুর থর থর করে কাঁপছে
ঠিক মাথার ওপরে,
মলাটের ভেতর থেকে সুর্যটা
ঘেমে নেমে আসলো দেড়টায়,
নিথর আমি
ঠায় দাঁড়িয়ে আছি জনাকীর্ন ভীরে-
দুই নম্বর রেল গেটে,
একাকীত্ব ঘিরে আছে দুর্দান্ত  এক অপেক্ষা।
অসহ্যের দীঘল প্রতিক্ষা ন্যুজ্ব হতে থাকে
নিতম্বের রেখা বৃত্তে আমার,
যন্ত্রনারা কেবলি আছড়ে পড়ে চোখের পাড়ে।

অবশেষে কেউ আসলোনা! কেউ না!

কঙ্কাবতী সূর্যটা পরকিয়ার লোভে
লুকালো স্টেশনের পাশে-
গোপন ড্রয়ারে ;
আমিও  ক্ষত বিক্ষত কোন খামের
ভেতর মুখ গুজে ঢুকে গেলাম নিজস্ব গন্তব্যে;
যেখানে ঢুকবার কথা ছিলো সেখানে
অথবা যেখানে হারিয়ে যাবার কথা ছিলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।