ক্ষমা করো ভুলে যাও
- দ্বীপ সরকার
(এক)
ক্ষমা করো ভুলে যাও
জীবনকে গুছে নাও
নিজের মাঝেই খুঁজে পাবে
স্বর্গের ছায়াটাও।
( দুই)
ভুলে যাও ভুলে যেতে হয়
এটাই আপাতত জয়
ভালোবাসা এথারে ওথারে
এমনি পড়ে রয়।
( তিন)
ক্ষমা করো বিরোধ নয়
বিরোধ মানেই পরাজয়
রুমালের ভেতর লিখে রাখি
প্রেম বড় জ্বালাময়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।