কল্পনার ছায়ানারী
- দ্বীপ সরকার

তোমার খোপার বেণি খুল্লে
আমি বলতেই পারি
ওটা আমার বাশঁ ঝারের অমাবস্যা ছিলো
তোমার চোখের পাঁপড়ি মেল্লে
আমি বলতেই পারি
ওটা আমার উঠোনের ডাব গাছের
চিরল পাতা ছিলো
তোমার দুই খন্ডের ঠোঁট দেখে
আমি ভাবতেই পারি
ওটা আমার জানলার পাশে কাঁচির
মতো উদিত হওয়া চিকন চাঁদ ছিলো
তোমার দেহের ঘ্রান শুঁকে
আমি ভাবতেই পারি
ওটা আমার শোকেসের সুগন্ধির
পারফিউম ছিলো
তোমার শাড়ির আঁচল ছড়ালে
খুব বলা স্বাভাবিক যে
ওটা আমাকে সুখ দেয়া মেঘ ছিলো
খুব স্বল্প ভাবনায় তোমার হাঁটা দেখে
বলতেই পারি যে
ওটা আমাদের গ্রামের বয়ে চলা নদীর
শৈল্পিক ঢেউ ছিলো

শুধু তোমাকে দেখে বলতে পারিনা
ওটা আমার কেউ ছিলো....।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-১২-২০১৪ ১৮:১৯ মিঃ

অনেক সুন্দর একটি কবিতা।খুবই ভাললাগল।শুভকামনা রইলো।