অমানুষ।। দ্বীপ সরকার
- দ্বীপ সরকার
অমানুষ
যে বিষের স্বীকৃতি নেই
তাতে অনুশোচনা লিখেছি আমি
যে ক্লান্তিতে তাপ নেই
তাতে গতর ঢেলেছি অযথায়
মুলতঃ ছোঁয়াচে আয়েশে
নিজেকে প্রমাণ করতে চেয়েছি-
হাটখোলার জটিল রাজনীতিবিদ আমি নই
খুব মতান্তরে ঢেলেছি অভিনয়
আঙুলে ছুঁয়েছি ক্রুশের চাবি
এ নিয়ে গ্রহ-মল্লিকাদের দায় নেই
নিতান্তই অবিক্রিত থেকে যাই আমি
প্রচুর জীবাণু ঘুরছে ফিরছে,জীবনে জীবনে
চুলের সিঁথিতে আলাপের সড়ক চলে গেছে
সেই সড়কে-
আমি নিতান্তই একটা অমানুষ
০৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।