রমণীরা
- দ্বীপ সরকার
কোকিল ডাকলে ঘুম ভাঙ্গে আমার, এ কথা কেমন করে জানলো পাখিরা। আমের মুকুরে আমার এলার্জি,এ কথা কাউকে বলিনি কোন দিন। অথচ, সরল বলে যাদের আশ্রয় দিয়েছি আমাদের শিরিষবনে-তারাই ঘুম ভাঙছে আমার। তারাই জবরদস্ত ফুঁ দিয়ে তছনছ করে যাচ্ছে আম কুড়ানীদের খোঁপা। আম কুড়ানীরা আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া রমণী।
বৈশাখি মেলার এক কোণায় যথেষ্ট চোখ রেখে দিয়েছে কবিরা। নীল ঘুড়ির ডানায় পত পত করে ছিঁড়ে দিচ্ছে যৈবতী হাওয়া। নীলঘুড়িটা গুঞ্জন খুললে-আমার হেরে যাবার ভয়। আমি মুলত নীলঘুড়িতেই বারবার ভয় পাই-আমার রমণীরা যদি উড়ে যায়
০৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।