স্বাধীনতা মরে যায়নি
- দ্বীপ সরকার
নজরুলের " বল উন্নত মম শীর"
যে কলমে লেখা হয়েছে
সেই কলম মরে গেছে বলে
স্বাধীনতা মরে গেছে
একথা আমি বলবোনা
রবি ঠাকুরের " আমার সোনার বাংলা"
যে কলমে লেখা হয়েছে
সেই কলম নেই বলে
আমার জাতীয় সঙ্গীত মরে গেছে
একথা আমি বলবোনা
শেখ মুজিবের " ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো"
কণ্ঠ মরে গেছে বলে
বাংলাদেশ মরে গেছে
একথাও আমি বলবোনা
এই বিংশ শতাব্দীর নবীন প্রজন্মের তরে
আমার চিরকুট প্রশ্নঃ
কতোটুকু স্বাধীন ও নিরাপদ
আমার ব্যক্তিগত স্বাধিকার
ভোরের সূর্যস্নাত রক্তমাখা পতাকার
মুক্ত চিন্তার ছেঁড়া ডায়েরীর ভবিষ্যত?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।