আবার হাঁটবো আবার
- দ্বীপ সরকার
আবার হাঁটবো
আবার এই ভদ্র পা খানিকে হাঁটাবো
এই তো ফ্লাটটা পেরোলেই ওপাশে একচালা বাড়ি
আলসে রক্তে আটকে গ্যাছে প্রযুক্তির রিক্সা ট্যাক্সি
মানুষগুলো কুঁকড়ে যাচ্ছে আলস্যের ভারে
ব্যয়ামিক দিন আর নেই
শরীরের ঘাম প্রযুক্তিরা বোঝেনা
চারপাশে কলের গাড়ী,কৃত্রিম যান্ত্রিকতা
পেন্ডুলাম ঠিক ঠিক নিয়ে যায় রুটিন সমুখে
দু পয়সা খরচ করলেই মাইলকে মাইল পরিভ্রমণ
সময়ের তরুপ খেলায় জিতে যাওয়া সব যৌক্তিক যান
হুইসেল আর ধুঁয়োয় দূষন দূষন খেলা
আর ভাল্লাগেনা ,
এবার হেঁটেই যাবো ভাবছি
আর ভাল্লাগেনা প্রযুক্তির ঘাড়ে চেপে
ভেঁপু দিয়ে ফুরুত করে মিলিয়ে যাওয়া।
আবার হাঁটবো
আবার এই ভদ্র পা খানিকে হাঁটাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।