অতঃপর অপেক্ষা শেষ
- দ্বীপ সরকার

যাই যাই করে তুমি এলেনা
কর্পুর প্রেম আমার ছুঁলেনা...

যাই যাই করে পাঁচটি বসন্ত
শুকিয়ে গ্যাছে অবহেলায়
এখনো অযত্নের টি শার্ট
অগোছালো পড়ে অাছে আলনায়
হাতে এতটুকু সময় হলোনা
যাই যাই করে এলেনা
এক খন্ড জীবনের ভাগ নিলেনা।

আসবে বলে সেই কবেকার একচালা ঘর
স্মৃতি নিয়ে বেঁচে আছে
মরিচিকা বিশ্বাস খেলতে খেলতে
এখনো ঠুনকোয় রয়ে গ্যাছে
ব্যস্ততায় সব মুছে যায় কিনা
যাই যাই করে এলেনা
কিঞ্চিতকাল পাশে বসলেনা

যাই যাই করে এক যুগ পর
এই সুনসান ঠোঁটে
কে এসে ঝুপ করে
বিলেতি ঠোঁট
ঠেকে বল্লো;
কারো জন্যে অপেক্ষায় থাকবে না...।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।