এখন সময় বদলে যাবার
- দ্বীপ সরকার
যতটুকু ক্ষয়ে গেছি
যেটুক হারিয়েছি তিলে তিলে
আর যেটুকু অবশিষ্ট আছে
তাই নিয়ে আবার ঘুরে দাড়াবো-
এই গ্রামে এই সমাজে এই দেশে
সিগারেটের একটা গল্পো আছে,
বিরান হতে হতে অবশেষে ছাই;
সিগারেটের মত মানুষ শেষ হয়না
হাড় মাংসের জগতে অবশিষ্ট থাকেই কিছু না কিছু।
এই নিয়েই গুছিয়ে নেবো প্রাণসর্বস্ব এক জীবন।
গুছিয়ে নেবো ছেঁড়া পান্ডুলিপি,
উইপোকাদের রেখে যাওয়া টুকরো কবিতার ডায়রী
সেই কবেকার অযত্নের তার ছেঁড়া গিটা আর
ভাঙ্গা হারমোনিয়াম হাতে তুলে নিয়ে সুর সাজাবো
এখন সময় বদলে যাবার
এখন সময় গুছিয়ে নেবার।
এ জীবন যুদ্ধের,এ জীবন ক্ষয়ের
এ জীবন অসুখ বিসুখের
ভালোবাসারা শুধু নিউটনের মত
মানুষ বুঝলোনা
ধ্বংশই বুঝে গেলো জীবন সংসারে।
লেখাঃ৩/১/১৫ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।