হে নৈতিক অবক্ষয়লিপি দাঁড়াও
- দ্বীপ সরকার

কে বলে মানুষে মানুষ খায়না-
সর্বদা রক্ত রক্ত খেলছে মানব পশু
আমি তো প্রতিনিয়ত ক্ষতের দাগে
ক্যান্সারের ভ্রুণ জন্মাতে দেখি
আমি তো জেগে উঠতে দেখি
রক্তকণিকায় অসভ্যতার অণু পরমাণু
বিবেকের সড়কে ঘুণেদের মিছিল
সর্বদাই হাঁটতে দেখি
প্রেম ভালোবাসা
মরে যাওয়া প্রাণীর মতো নিষ্প্রাণ
এসিডে ঝলসে যায় কিশোরীর সরল শরীর
অথচ আমরাই মানুষ
চোখ কান নাক মুখ বিশিষ্ট
জ্ঞান বিচার মিশ্রিত মানুষ,
অসভ্যতার কাধেঁ কাঁধ ঠেকে
লাঙ্গল টেনে সর্বদা বপন করছি অবক্ষয়ের শস্যলিপি
হে নৈতিক অবক্ষয়লিপি দাঁড়াও!
তুমিই পরম সত্যের বিচারে উর্বর
তোমার দায়িত্বের শরীরে সেই সত্যকে
চাদর করে ঢেকে রাখো
ঢেকে রাখো রুগ্ন মানবিকতা।

লেখাঃ ৭/১/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৮:০৯ মিঃ

fine @ laglo

১৯-০১-২০১৫ ১৮:০৮ মিঃ

valo laglo