ও পথ ছেড়ে এ পথে আসো
- দ্বীপ সরকার

ও মেয়ে!
ও পথ ছেড়ে এ পথে আসো
এ পথে সরু পিচালো পথ আছে
জলপাই রঙ্গা সবুজ ছাউনিতে
জলপান নিয়ে আমার প্রজা হাত অপেক্ষা করে
এক ঝুড়ি প্রেমের সওদা বিছিয়ে আর
এক নোকতা মন নিয়ে বসে আছি
উজার করা বাসনায় উন্মুখ দেউরি মন
সোনারোদে ঝিমুচ্ছে হাহাকারে
আসো এপথেই আসো।
ও মেয়ে!
ও পথ ছেড়ে এ পথেই এগুতে থাকো
ক্রীকেটের ক্রীচ পেরোলেই বাউন্ডারির খড়িমাটির দাগ
তোমার আসা দেখে কুড়োতে যাবো বল ফিল্ডিঙ্গের ছলে
অথবা কবিতার লেখার ছলে বটবৃক্ষের নীচে
ক্ষণেক দাঁড়াবো চাতক সময়
বেগুনি রঙ্গা লতিকার ফাঁকে এক ঝলক বিকেল এসে ঘনিয়ে দেবে পরন্তবেলা
আসো এ পথেই আসো
ও পথ ছেড়ে এই দুর্ভিক্ষময় মনের আঙ্গিনায়।

রচনাঃ১৩/১/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৮:০৫ মিঃ

nice so nice