বাসটার শেষ হুইসেল
- দ্বীপ সরকার

বাসের শেষ হুইসেলটা কানে ভাসে এখনো
পাঁচ আঙ্গুল নাড়াতে নাড়াতে
নিষ্পলক হয়ে গেলো এক খন্ড হাত
এক জোড়া চোখও নিভে গেলো অতঃপর;
এভাবেই মানুষ হারিয়ে যেতে থাকে
দুরন্ত বাস বেসামাল হয়ে হুইসেল বাজাতে থাকে।

এখন নরম দৃষ্টি মেললে নদী পেয়ে বসে নাব্যতা
আঁধারেরা কখন এসে ভর করে আঙ্গুলজুরে
কলম ধরে কবিতা রচিতে পারিনা আর।
এখন সেই টার্মিনালে চলে অযথা হাত নাড়া নাড়ি
"  আসেন আসেন আর সময় নেই এক্ষুনি ছাড়বে গাড়ী  "
আমার সেই চেনা হাত, চেনা চোখ
আর একটি বারও নড়ে ওঠেনা,
কেবলি জিপসী স্বপ্নে কেঁপে ওঠা নরক
চিতায় শব হয়ে ফিরে আসে বারংবার
আর জ্বালিয়ে পুড়িয়ে মারে
আমার অনুশীলনী জীবন যাপন।
ওহ আমার আমি!
আমাকে ফেরাও! আমাকে ফেরাও!

লেখাঃ ৪/১/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।