রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ৩১৭৯১ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২৩১৩১ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৬২৬৯ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ১৯৯০৭ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫৪৮৯৮ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২৩৯৩৫ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৫৯৩০ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৭৫৩৯ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৫৭৭৭ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ২৭৭৯৯ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৭৫৭৮ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ১৮৪৬১ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৫২১২ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৬২২৮ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১১৯৭২ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৭৯০৬ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৬১০৬ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৫৫৭২ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৬৫১৯ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৫৫৬৬ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ১০৯৬১ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১৩১৩১ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৭৭৬৭ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১২৬৫৬ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৩৮০১ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১৩৫৪৬ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ১৮৮৩০ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৬৭০৫ বার ০ টি
হে ভুবন বলাকা ৭৪৭৪ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৪৫৫০ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৪৩২৪ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৫২৮৩ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৮৩৪৫ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৬৭৬০ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৮০৭০ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ৯৮৬০ বার ০ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৬৭২০ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ৮৩২৪ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ২২৪৮৪ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৪০৬৪৯ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৬১০৪ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ১৩৮৪৬ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ১৫৪১৭ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৫৫৯৯ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৫২৪৫৪ বার ১ টি
উৎসর্গ বলাকা ৮৩৮৬ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩৬২২৯ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৫৩৬৫ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১৩৪৯৮ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৬০৭৯ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৭৪৭০ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৫৩৫১ বার ০ টি
মুক্তি সোনার তরী ২৫৬৪১ বার ০ টি
গতি সোনার তরী ৫২২৪ বার ০ টি
বন্ধন সোনার তরী ৯৯০৫ বার ০ টি
খেলা সোনার তরী ১১৪০৭ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৬০১০ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৭৩৫০ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৮৬৮২ বার ০ টি
লজ্জা সোনার তরী ১৪৭৬২ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৭৮৪৭ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৪৯৮৮ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১৪০২৬ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৫৫৩৯ বার ০ টি
ঝুলন সোনার তরী ৯৮৮৪ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ১০৫৪০ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ৯৪৭৬ বার ০ টি
দেউল সোনার তরী ৫৫১২ বার ০ টি
নদীপথে সোনার তরী ৯১৫৬ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৫৪৯৪ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ১৯৫২১ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ১৯৩৫১ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১৩৬০৪ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১৩০৬১৮ বার ২ টি
আকাশের চাঁদ সোনার তরী ১৯৫৭০ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৬৩৪৩৫ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১৪৯৬০ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ৩০৫৮১ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৬৮১৯ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ২২১৬৫ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৫২৭৫ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৭১০২ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৫০১৫ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ১২১৫২ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৮০৩৩ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ১০৬০৮ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ৯৯১৭ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ২৪৩৬৬২ বার ৪ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ২৯৯৩৩ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৭৪৪৯ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ২০৮০৬ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ৯৬৪৭ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৭১৪২ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৪৪০৯ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৫৪৩১ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ১৮৯৬১ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ৯৯০২ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ৯৮১১ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৫৮১২ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১১৫৮৫ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৫৭২৩ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৪৫২২ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ২৬২২ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৫০৮০ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১৪৪৫৭ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ২৯৫৪ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ৯৮১০ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ৯৩৪১ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৩৮৭৪ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৪৩৫৩ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩৪৫৬ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ২৬৭৮ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ২৭০৬ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১৪৩৩৪ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ৯৮২৩ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ২৬৮৭ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৮৯৩৩ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ২৭৪৫ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩৪৯৪ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ৩১০৪ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৬০৫১ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ৩১৮০ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৩৬৩১ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২৪২৪ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ২৩৩৭ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৬৩২৮ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১৩৩১৪ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৫৬২৬ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৩৯০১ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৪৪৩০ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৪৫৯৩ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২৩৪৫১ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ২৮৯৬ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ৩২৮৭ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৪০৭৯ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ৯৫৮৯ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ২৭৯৮ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ৩০৭৬৯ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৬০৭৪ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ৯৩৩৬ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ২৭৩১ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৫৬৪১ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৬৬৫২ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ২৯৯৪ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৪৬৪০ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১১৫০৯ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৪৪৩২৯ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৩৭১০ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ২১৭৭৫ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ৩১৯৪ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ২৯৭৬ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৫৮৩০ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩৫৪৪ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৪১১৫ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৬১৩২ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৫৪২১ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ৯২১৩ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৪৮৫৫ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৪৬৯১ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২৩৭৬ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ৯১০৩ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ৯৩২৯ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১১৫৮৮ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ৩৩০৮ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ২১৫৩ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ২৯৬৪ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৭৮৪৮ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ৩২৪০ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৪৮৫০ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ৩৪২০ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৪২৫৪ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৩৫৮২ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ২৮৪৫ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ৯৮৮৪ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৪০২৯ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ২৯০৯ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ২২৯৪ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৫৪৫২ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৫৫৫৪ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ১০০৫৭ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৫৭৩৪ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ৩১১৭ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৩৭২২ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ২৬৮৯ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৮৯৪৬ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৪০২১ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ৯৩৩০ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ৩০৪৮৪ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ২৫২১ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ২৮১৯ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৫০৮৮৪ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২৪০৬ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ২০৫৩ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ২৯০১ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ২৭১১ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ২০৫৭ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ৩৫৪৪ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৬০৬১ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ৩১৫০ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৪৬৬৩ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৫৩২২ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ১৯৭৩ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ২৭৭০ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২৪৪৮ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৭১৯৫ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ২৫৭২ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৪১৮১ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ১৬৯২ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৪৩০৭ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৩৯৮৬ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৯২৯০ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ১৯৩৬ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ৩৪০৮ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ২৩১৬ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৩৯৪২ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ১৯০৪ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৩৮৮২ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৭৫২২ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ২২৩৮ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ১৯৮৪৮ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৬৬২৬ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১১৮৪৩ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ৯০৯৪ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২৪১২ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৭২৮৩ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ৩২৬৮ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ১৭৮৩৩ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১৩০৭৮ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৪৪১৫৪ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৩৬৬৪ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৪৯২০ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১২২৪৮ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৫৯৬৭ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৫৪১৯ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ২৮২০ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৫৫৫৬ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ২০২০৪ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১৪৩৫৬ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৮৭৮৭ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৪৪৩০৮ বার ১ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ৮৬০৫৮ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১৪১৭৮ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১৩৩২৯ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ৩৫৮২৯ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৯৩৩৯ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ১৯৪৬২৫ বার ৩ টি