আজ ৮ চৈত্র ১৪২৯, বুধবার

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ২৮৬৫২ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২১০০২ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৪০২৩ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ১৮৫৭১ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫১০৭৮ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২১৯৭২ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৫২৩৬ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৬৮১৭ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৩৪৮৯ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ২২৩১২ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৬১৬১ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ১৭১৫৫ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৩৪৫১ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৪৫৬৬ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১০৮৪৭ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৭০০৪ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৩৯০৭ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৪৫৭১ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৫৫৯৭ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৪১৮৭ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ৯৮৩৫ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১১৭৮০ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৬৯৩৪ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১১৬৩৫ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৩২২৭ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১১৫৬৮ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ১৭১৭২ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৫৭৫৪ বার ০ টি
হে ভুবন বলাকা ৬৬৫৬ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৩৯৫৯ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৩৭৬৩ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৪৬৫১ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৭৩৮৮ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৬১১১ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৭২০২ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ৮৭৫৯ বার ০ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৫৯৪৯ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ৬৫১১ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ১৮৫৪৬ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৩৫৫৪৩ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৫২৩৮ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ৯৩৭৯ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ১২১২০ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৪৮৭৩ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৩৮৫৭২ বার ১ টি
উৎসর্গ বলাকা ৭৪৩৯ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩২০৬৪ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৪৭০২ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১২০৩৫ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৪৩৮৯ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৬৭১৯ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৪৫৭৬ বার ০ টি
মুক্তি সোনার তরী ২২৫১৪ বার ০ টি
গতি সোনার তরী ৪৫৬৫ বার ০ টি
বন্ধন সোনার তরী ৮৮৩৭ বার ০ টি
খেলা সোনার তরী ৮৭১০ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৫৩১৪ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৫৭১০ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৭৫৫৪ বার ০ টি
লজ্জা সোনার তরী ১২৮৪০ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৬৭৭৮ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৪৩৩৫ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১২৬২১ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৪৮৬৭ বার ০ টি
ঝুলন সোনার তরী ৮২৩৯ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ৯৩২৪ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ৬৬২১ বার ০ টি
দেউল সোনার তরী ৪৯০০ বার ০ টি
নদীপথে সোনার তরী ৮২৮৯ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৪৭৯৭ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ১৭৩৭৫ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ১৭২৫৫ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১১৯৬২ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১১৫৯১৫ বার ২ টি
আকাশের চাঁদ সোনার তরী ১৭৪৭১ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৫১২৯৮ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১২৯২৮ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ২৬০৬৫ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৩১১৯ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ১৭১৩৪ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৪৬৪৫ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৬০৭৩ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৪২২৭ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ৯৮০৯ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৭২১৪ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ৯৩৯১ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ৮০৯৭ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ১৭৯৮৬৬ বার ৩ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ২৭৪৯২ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৬৬৮৬ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ১৯১০২ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ৮৩৯২ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৬৪০৮ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৩০৩৭ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৪৭৭৪ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ১৭৪০৩ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ৮৮৩৮ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ৮৭৩৭ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৪৯৩৪ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১০০৬১ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৫০৩৪ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৩৯১৩ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ২২৫৮ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৪৫৬৩ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১২৫২৩ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ২৫২০ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ৯২৮০ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ৮৩১৪ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৩৩১৪ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৩৮৭৭ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩০২৪ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ২১৮৭ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ২৩২০ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১২৯০৭ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ৭৭০৯ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ২৩৪৬ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৮২০৫ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ২৩৮৫ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩১০৫ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ২৬৪৬ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৫৪২৪ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ২৭৮৩ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৩০৪০ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২১০৮ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ১৯৪০ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৫৫৯৯ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১০৮৩৭ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৩০৩৯ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৩৩৪৯ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৩৯৩৩ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৪১৭৩ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২১৩৪২ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ২৫৩৩ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ২৮০৪ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৩৬২৪ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ৮৩৫৮ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ২৪৩১ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ২৫০৭৬ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৫১৬২ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ৮০৯৯ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ২৩৬৯ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৫০৬৬ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৫৪০৭ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ২৫৮৪ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৪০৪৭ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১০০৫৮ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৩৭৬৩৪ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৩৩০০ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ১৯৬২১ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ২৭৬০ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ২৫৬২ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৫১১৬ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩১৬১ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৩৫৪৬ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৫২৫৭ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৪৯২১ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ৮২৯৬ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৩৬১৫ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৪১৮২ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২০৪৭ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ৮৩০৭ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ৮৩১৭ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১০৫৬৪ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ২৯১৭ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ১৭৯০ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ২৫২০ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৬৬৭৮ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ২৩৯৮ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৪১৪৪ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ২৯৪৫ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৩৭৫৪ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৩১৩৩ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ২৪৫১ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ৮৮৮৪ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৩৪৬৮ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ২৫১৪ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ১৯০২ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৪৭৭৪ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৩৪৪৩ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ৮৯৭৯ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৫৩০৬ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ২৭৪৭ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৩৩০৯ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ২৩৪৩ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৮২৯১ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৩৫৬৩ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ৮৩০৪ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ২৮০০৫ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ২২১৭ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ২৪৩৮ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৪৮৪৪৩ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২০৪৮ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ১৭৬৭ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ২৪২১ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ২৩৩৭ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ১৬৮৭ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ২৮৮৭ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৫০১৫ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ২৪৩৭ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৩৩৪৫ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৪৪৭৭ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ১৬৭৫ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ২৩৭৫ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২০৯৫ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৬৫৬৮ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ২১৯১ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৩৭৮০ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ১৩৭৪ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৩৯০৬ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৩৪৩৯ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৮৩১৬ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ১৬২৭ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ২৯৯৯ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ১৯২৫ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৩৫১৮ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ১৬০০ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৩৫০১ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৬৮৪৫ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ১৮৯৯ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ১৮০৫৯ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৫৯২৪ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১০৮১০ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ৮২৩০ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২০৯৬ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৫৭৮০ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ২৯০৪ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ১৫২৫৩ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১১৬৮৭ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৩৯৬৫৯ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৩১৭৯ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৪২৬০ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১১২২৪ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৪৮৪৭ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৪৬৫৯ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ২৫০৫ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৪৭৪১ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ১৬৯৫২ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১২৯৯৮ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৮১৩৩ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৩৬৫০২ বার ০ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ৬৮৭১৫ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১১৪১১ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১১৪৯২ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ২৮২২৩ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৮৩০৬ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ১৫৬৩৮২ বার ৩ টি