রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ৩২৪৪৫ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২৩৬৫৫ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৬৭৫২ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ২০৩২৪ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫৫৭২৯ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২৪৪৯৪ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৬২১১ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৭৮১৮ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৬২৫০ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ২৮৮২০ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৭৯৭৮ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ১৮৯০০ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৫৫৬০ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৬৭০৫ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১২৪১৫ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৮১৯৬ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৬৮১৯ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৫৯৩৪ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৬৮০৭ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৫৮৮২ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ১১৩১২ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১৩৫৩৩ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৮১০৩ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১২৯৬১ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৪০৩৯ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১৪০০৫ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ১৯৩৫৩ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৭০৩২ বার ০ টি
হে ভুবন বলাকা ৭৭৭৮ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৪৭৮২ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৪৫৬৬ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৫৫০৯ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৮৬৪৭ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৬৯১২ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৮৩৭৯ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ১০১৯১ বার ০ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৬৯৬৬ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ৯০৭৬ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ২৩৩১২ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৪২১৫৮ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৬৪৪৬ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ১৫২৪০ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ১৬৫৪৮ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৫৮৯৯ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৫৭৭০০ বার ১ টি
উৎসর্গ বলাকা ৮৬৮২ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩৬৯৪২ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৫৫৯৫ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১৩৯৭৬ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৬৫৯৬ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৭৭৩৫ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৫৬১৯ বার ০ টি
মুক্তি সোনার তরী ২৬২৯৬ বার ০ টি
গতি সোনার তরী ৫৪৬২ বার ০ টি
বন্ধন সোনার তরী ১০২৪১ বার ০ টি
খেলা সোনার তরী ১২০১৫ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৬২৪২ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৭৭২৩ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৮৯৪৩ বার ০ টি
লজ্জা সোনার তরী ১৫৪৭৯ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৮১৯৬ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৫১৯৩ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১৪৫৩৪ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৫৭৮৭ বার ০ টি
ঝুলন সোনার তরী ১০৩৮০ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ১০৮৫৯ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ১০৪৪৮ বার ০ টি
দেউল সোনার তরী ৫৭৪২ বার ০ টি
নদীপথে সোনার তরী ৯৪২২ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৫৭৮৭ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ১৯৯১৪ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ১৯৮৯৫ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১৪০৬০ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১৩১৮০৯ বার ২ টি
আকাশের চাঁদ সোনার তরী ২০১২০ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৬৫৯৫৮ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১৫৪৩০ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ৩১২৯৫ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৭৪৬৪ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ২২৯৭৩ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৫৪৯৫ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৭৩৮২ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৫২৮৩ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ১২৫০৯ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৮২৫৬ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ১০৯৮৪ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ১০৩০৬ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ২৫০৬৭৯ বার ৪ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ৩০৪৮৪ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৭৬৮১ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ২১২৯৩ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ১০০১৩ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৭৪২০ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৪৮০২ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৫৬৮৩ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ১৯৫৩০ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ১০২০১ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ১০১৪৮ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৬০৮১ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১২০২৫ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৫৯৪৬ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৪৬৬০ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ২৭৩৯ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৫২৩৬ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১৫০০৪ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ৩০৮৩ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ৯৯৫৭ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ৯৬৫৯ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৪০৩৯ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৪৪৯২ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩৫৮২ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ২৮২৯ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ২৮২২ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১৪৭৯৮ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ১০৪৩৫ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ২৭৮৩ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৯১৬৯ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ২৮৩৯ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩৬২২ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ৩২৩২ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৬২৮১ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ৩৩০৯ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৩৭৫৫ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২৫৪২ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ২৪৪৩ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৬৫৩৭ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১৩৮৫০ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৬৫৬৩ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৪০৮১ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৪৬০০ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৪৭৩০ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২৪০৪২ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ৩০২৪ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ৩৪০৮ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৪২৩২ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ৯৯৩৭ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ২৯৩৬ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ৩২৪২৪ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৬৩৭৯ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ৯৬০৭ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ২৮৮৩ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৫৮১০ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৭০৪৪ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ৩১০৬ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৪৮১০ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১১৮৯৯ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৪৬০৯১ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৩৮৫৩ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ২২৩০১ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ৩৩৬১ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ৩০৯৭ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৬১৬১ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩৬৫২ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৪২৭৫ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৬৪০০ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৫৫৩৪ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ৯৪৭৯ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৫২৪৯ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৪৮৪৪ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২৪৭৯ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ৯৩৯৫ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ৯৬৩০ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১১৯১৭ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ৩৪১২ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ২২৬০ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ৩০৫৯ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৮২৭৯ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ৩৫২১ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৫০৩৭ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ৩৫৪৪ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৪৩৫৪ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৩৭৩৯ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ২৯৯১ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ১০২৩১ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৪১৯৩ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ৩০৩৮ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ২৩৯২ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৫৫৮২ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৬২০৫ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ১০৩৮২ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৫৮৮৬ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ৩২৪৫ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৩৮৫১ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ২৮১১ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৯১২৫ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৪১৭৪ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ৯৬৮৯ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ৩১০৩৬ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ২৬২৫ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ২৯৮৪ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৫১৩৩৯ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২৫০২ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ২১৫৮ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ৩০৮৫ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ২৮৩১ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ২২০৭ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ৩৮৩৪ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৬৪৬২ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ৩৩৬৯ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৫০২১ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৫৫৮৬ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ২০৫২ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ২৮৮০ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২৫৪৬ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৭৩৮৮ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ২৬৮৫ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৪২৯৩ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ১৮২১ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৪৪২০ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৪১৯৪ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৯৪৭২ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ২০৩১ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ৩৫৫৬ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ২৪২৩ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৪০৯০ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ১৯৯৮ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৩৯৭৫ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৮১৯১ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ২৩৬১ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ২০৪৮৫ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৬৮৪৮ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১২১৯২ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ৯৩৭১ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২৪৮৯ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৭৭৩৬ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ৩৪০০ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ১৮৫৭১ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১৩৪০৪ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৪৫৩৯৬ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৩৭৭৫ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৫০৮৩ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১২৫৭০ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৬২৪৩ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৫৬১৯ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ২৯১৯ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৫৮০০ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ২০৮১৬ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১৪৭৪৬ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৮৯৬৯ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৪৫৫৬১ বার ১ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ৯১৩১৪ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১৫০১১ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১৩৭৭৭ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ৩৭৫১৪ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৯৬৪৫ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ১৯৭৯৩৯ বার ৩ টি