রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৭টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
ভূমিকা শিশু ৯৮৮ বার ০ টি
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ৩৪৮০৪ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২৪৮৭৭ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৮৩১৬ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ২১৬২০ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫৭৭৬৯ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২৫৮৮৬ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৬৯৬১ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৮৭৩৬ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৮০৩৯ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ৩১৫৫৬ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৯১৩৮ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ২০০৮৮ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৬৭৩৫ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৮১৪৮ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১৩৬১৩ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৯১০৪ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৮৯৪৬ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৭১৫৫ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৭৬৪১ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৭০৭৯ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ১২৪৬০ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১৪৮৯৭ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৮৮১৪ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১৪০৮৬ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৪৭৯০ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১৫৪৮৪ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ২১০৩৫ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৮১৩৮ বার ০ টি
হে ভুবন বলাকা ৮৫৬১ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৫৪৫৫ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৫১২৭ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৬১১৪ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৯৮৩৫ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৭৪৮৭ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৯২০৭ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ১১৭৯৭ বার ১ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৭৬২৪ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ১১০৪৮ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ২৬৬২৭ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৪৬৬৯৯ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৭৩৩৮ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ১৬৯২৩ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ২০৭৯২ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৬৮৫৭ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৭২৩৪৯ বার ১ টি
উৎসর্গ বলাকা ৯৫৩৪ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩৯১০৬ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৬৩১০ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১৫২৯৮ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৮২৩৯ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৮৫৫৫ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৬৩৭৬ বার ০ টি
মুক্তি সোনার তরী ২৮১৭২ বার ০ টি
গতি সোনার তরী ৬১৩৮ বার ০ টি
বন্ধন সোনার তরী ১১৩৩৩ বার ০ টি
খেলা সোনার তরী ১৪৮২৬ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৭১৮২ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৯১১৬ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৯৯৪২ বার ০ টি
লজ্জা সোনার তরী ১৭২৪১ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৯১০৭ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৫৮৯৪ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১৫৮৯৫ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৬৫৩২ বার ০ টি
ঝুলন সোনার তরী ১১৮৮৩ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ১১৮২৯ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ১৩০৪৪ বার ০ টি
দেউল সোনার তরী ৬৪৪৫ বার ০ টি
নদীপথে সোনার তরী ১০৪১১ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৬৬২০ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ২১৩৬২ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ২১৮০৯ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১৫৮৮৬ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১৩৫৯৩১ বার ৩ টি
আকাশের চাঁদ সোনার তরী ২২৩৫৬ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৭৪৬৬০ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১৭০৬৯ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ৩৩৩২৩ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৯৪৯৮ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ২৫৩৫৬ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৬১৫৬ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৮২৬২ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৬০৯৪ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ১৪০৬০ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৮৯৬৬ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ১২৩৯২ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ১১৬৪৬ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ২৮৮৬৩০ বার ৪ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ৩১৯৯৪ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৮২১৩ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ২২৬৭৩ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ১১১০৫ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৮১৬৫ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৬০৩১ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৬২৯৪ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ২১১০০ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ১১১৯১ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ১১১৪০ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৬৬৫৬ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১৩১৩১ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৬৫৬১ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৫১৪১ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ৩০১২ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৫৭৭৮ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১৭০৬৮ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ৩৩৮৫ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ১০২৯৭ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ১০৭৩১ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৪৬০২ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৪৯৬৯ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩৮৭৭ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ৩১৩৩ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ৩১১৭ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১৬০৮১ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ১২৫১৩ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ৩০১৬ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৯৭৮৮ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ৩০৯৯ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩৯৫৩ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ৩৬১০ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৬৮২৯ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ৩৭১৭ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৪১৪৬ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২৮১৫ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ২৭৬২ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৭০১৫ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১৫৩৮০ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৯২৬৯ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৪৪৭৪ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৫০৫৩ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৫২৫১ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২৫৮৪৯ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ৩৩০২ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ৩৭০৮ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৪৭৯৩ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ১১১৫৩ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ৩২৫০ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ৩৮৪২২ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৭৩৬৫ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ১০১৯৬ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ৩২০১ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৬১৮৭ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৮৩৪২ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ৩৪২১ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৫২৮২ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১৩০৬৯ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৪৭৮৮২ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৪৩১৫ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ২৩৭৮৭ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ৩৮৫৩ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ৩৫১৩ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৬৯৫৫ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩৯৫৭ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৪৬১৯ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৭০১০ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৫৯১৯ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ১০২১৫ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৬৪৯১ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৫২২৬ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২৭৫৮ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ১০২১৩ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ১০৫৯৪ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১৩০৫৭ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ৩৭১৩ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ২৫৭৯ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ৩৩৩৮ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৯৬২৮ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ৪০৪৪ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৫৬০৬ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ৩৯১২ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৪৬৪২ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৪০৯৭ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ৩২৮১ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ১১৬৭৮ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৪৬২২ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ৩৩৭৩ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ২৬৫৮ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৫৯৫১ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৭৪০৪ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ১১৫৫৫ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৬৩১৮ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ৩৫৭২ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৪২২৮ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ৩১৩৫ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৯৫০৪ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৪৫৭৪ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ১০৮০৪ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ৩২৩৬১ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ৩০০০ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ৩৩৫১ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৫৩০৪৯ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২৭৩৬ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ২৩৯৬ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ৩৫১১ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ৩১৩০ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ২৬৯৪ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ৫৩৭৩ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৭০২৭ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ৩৯৩২ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৫৯৪৪ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৬২৩৯ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ২৩৩২ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ৩২১৬ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২৮৫৮ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৭৮২৬ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ৩০৪৮ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৪৭৫৪ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ২১১৬ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৪৮৭১ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৪৬৯৯ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৯৯৯৭ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ২২৯৯ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ৩৮৭৯ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ২৭৫৭ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৪৪২৩ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ২২৭৪ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৪৩৪১ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৮৮৯৭ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ২৬৯৯ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ২২০১৫ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৭৫৬২ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১৩৪২০ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ১০২০৬ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২৭৩৩ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৯১৭০ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ৩৭২৯ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ২০০৯৬ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১৪৬৩২ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৪৭৭০৯ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৪১৪২ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৫৬৩৬ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১৩৬৯২ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৬৯২৪ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৬২৯১ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ৩২২৮ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৬৫৪৪ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ২৩২৬৯ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১৬২৫০ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৯৫৫৯ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৪৮২১৭ বার ১ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ১০২০১৬ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১৭৫৮৯ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১৫২৩৫ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ৪৩৪৯৭ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ১০৭৫০ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ২০৭২১৩ বার ৩ টি