গাঁয়ের মাটির টান (লোক কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ১০-০৫-২০২৪

ফুল ফোটে বনে বনে,
পাখিদের কলতান।
প্রভাত পাখির কণ্ঠে শুনি
ঘুম ভাঙানোর গান।

ভাঙা পাঁচিলে আছে বসে
দেখি ময়না, চড়ুই পাখি,
ভোরের বেলা আমবাগানে
উঠলো কোকিল ডাকি।

পূব গগনে সূর্য উঠেছে
ফুল ফোটে, মোরগ ডাকে।
শিশুরা পড়িছে আপন মনে,
ফেরিওয়ালা রোজ হাঁকে।

বাডি আমার পাথরচুড়ে,
অজয় নদীর ধারে।
সাদা বকেরা আসে উড়ে
নদীতীরে দুই পাড়ে।

আমার গাঁয়ের দক্ষিণেতে
কাঁটা কুলের বন।
রাতে সেথা শেয়াল ডাকে
শিউরে ওঠে মন।

গাঁ আমার, মাটি আমার,
এই গাঁ আমার জন্মভূমি।
এই মাটিতে লভিয়া জনম
সত্যই ধন্য হয়েছি আমি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।