আর কতটুক রক্ত দিলে
- শহীদুল ইসলাম প্রামানিক ১১-০৫-২০২৪

আর কতটুক রক্ত দিলে
গণতন্ত্র আসবে
আর কতটুক রক্ত দিলে
প্রাণ খুলে সব হাসবে।

আর কতটুক রক্ত দিলে
হবে দেশের সুখ
আর কতটুক রক্ত দিলে
কাঁপবে না আর বুক

আর কতটুক রক্ত দিলে
পাবো অধিকার
আর কতটুক রক্ত দিলে
মরবে না কেউ আর।

আর কতটুক রক্ত দিলে
স্বাধীন হয়ে চলবো
আর কতটুক রক্ত দিলে
নির্ভয়ে কথা বলবো।

আর কতটুক রক্ত দিলে
হাসবে মানুষ সুখে
আর কতটুক রক্ত দিলে
অন্যায় দিবে রুখে।

আর কতটুক রক্ত দিলে
জ্বলবে না আর গাড়ি
আর কতটুক রক্ত দিলে
পুড়বে না আর বাড়ি।

আর কতটুক রক্ত দিলে
হবে না হরতাল
আর কতটুক রক্ত দিলে
পথ হবে না লাল।

আর কতটুক রক্ত দিলে
পরবে না আর লাশ
আর কতটুক রক্ত দিলে
থাকবেনাকো ত্রাস।

আর কতটুক রক্ত দিলে
ভাগবে স্বৈরাচার
আর কতটুক রক্ত দিলে
পুলিশ ভাঙবে না ঘাড়।

আর কতটুক রক্ত দিলে
সরকার নিচে নামবে
আর কতটুক রক্ত দিলে
রাজনীতিকরা থামবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।