বিবর্তন
- ফয়জুস সালেহীন - আলো আর আঁধারের গল্প ১০-০৫-২০২৪

বিবর্তন .................................................... অজানা অচেনা বিশ্বব্রহ্মান্ডটা তোমার তালুবন্দী এখন। আঙুলের ফাঁক গলিয়ে কখন যে ফস্কে গেছে তোমার চিরচেনা অনুভূতিগুলি! চেনা জগৎ,চেনা সংস্কৃতি আর কৃষ্টিটা মুখ লুকাচ্ছে আজ ধোঁয়াশার অন্তরালে। ল্যাম্পপোষ্টের মার্কারি বাতিগুলো অজগরের ন্যায় গিলে খাচ্ছে জোনাকির মিটিমিটি আলো। যান্ত্রিকতার ঝংকারে মিলিয়ে যাচ্ছে ঝিঁঝিঁ দের কোরাস গান,পৌছেনা তার কম্পাংক আমাদের শ্রবণেন্দ্রিয়ে। রাখালির ঠোঁটের স্পর্শ বঞ্চিত বাঁশরীটা ডুকরে ডুকরে কাঁদে অহর্নিশ। কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া ঢেঁকিটা আজ আর কন্ঠ মেলায়না ধানভাঙ্গার গানে। সভ্যতার চোরাবালিতে ছয় বেহারা'র পালকি সহ অন্তর্ধান। নির্লিপ্তভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি আজ বাউলিয়ানার দেউলিয়াপনা। পালাক্রমে পালাগানগুলোও যেনো সেই পথেই ধাবমান। ক্ষুদেবার্তার একচেটিয়া রাজত্বে প্রেমলিপির সেকি অসহায় আত্নসমর্পন! কুন্তলে মাখামাখি সোনালী প্রলেপের,"অন্ধকার বিদিশার নিশা" উপমাটা অতল গহ্বরে নিমজ্জমান। আর ক্রমাগত যেনো গল্পশূন্য হয়ে পড়ছে ঠাকুমার ঝুলিটা। অত্যাধুনিকতা বক্ষে ধারন করে কেউ আর পুড়েনা এখন আফসোসের অনলে।। ২৫/১০/২০১৫ খ্রীঃ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faijus
২৬-১১-২০১৫ ২৩:০৫ মিঃ

কেমন লাগলো কবিতাটি পাঠক জানাবেন।