ভেতর বাহির (২)
- ফয়জুস সালেহীন - হে ক্ষণিকের অতিথি ১০-০৫-২০২৪

পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে উদোর পিন্ডিটা চাপিয়েছো বুদোর ঘাড়ে যেনো যতো দোষ নন্দ ঘোষ ঐ পাথরেরই। বিশেষায়িত করেছো তাকে নিঠুর বিশেষণে। অথচ সেই কিনা বুক চিতিয়ে দিয়েছে তোমাদের সেতুবন্ধনে। ৩১-১২-২০১৫ খ্রিস্টাব্দ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faijus
১৪-০১-২০১৬ ০৮:৩৪ মিঃ

অথচ সেই কিনা বুক চিতিয়ে দিয়েছে
তোমাদের সেতুবন্ধনে।