ইচ্ছে করে
- মানস খাঁড়া - ছিন্নসুত্র ০৯-০৫-২০২৪

বন্ধু সেদিন তোমায় গান শোনাতাম
ভূলে গেছ সেটা তুমি আমি আগে জানতাম
ঘুড়ি কাটাকুটি, আকাশে রামধনুদেখা
ইচ্ছে করেনা আর হয়েছে সব শেখা
নেই মনে আজ বন্ধুছিলাম এই দুই জন
চলো ছটো হই করে আজ খুব এই মন
ঠাকুমার ঝুলি থেকে একখানি গল্পের বই
উপহার দিলাম তোমায়,সেও আজ নেই
তুমি তোমাকে হারিয়েছ কোন বাঁকে
খুঁজে দেখো একবার হাজর কাজের ফাঁকে
বন্ধু তুমি ভূলেছ সেই স্কুল সেই ছোটোবেলা
সপ্নের টানে একমুখো হয়ে সব ভূলে এই পথচলা
মধ্য নীশিতে শীতল বাতাসে হাতদুটো মেলে একবার
খুঁজে পাবে ঘুড়ি কাটাকুটি আর ছুটোছুটি সেই ছোটোবেলার
বাঁকারমধনু র সেই সাতরং আজ ও কী দেখ তুমি
শোনাতে চাই সেই গান বিকাল বেলাতে আমি
হয়তো মনে নেই তোমার বন্ধুছিলাম এই দুইজন
চলো ছটো হই করে আজ খুব এই মন

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।